আমাদের অনলাইন ক্রেডিট ম্যানেজমেন্ট সিস্টেমটি আপনাকে অনলাইনে ক্ষুদ্র ঋণ কার্যক্রমের সকল চাহিদা পূরণে সচেষ্ট।
Online Credit Management System
অনলাইন ক্রেডিট ম্যানেজমেন্ট সিস্টেমটির
বৈশিষ্ট্য
এডমিন কর্তৃক অনলাইন ক্রেডিট ম্যানেজমেন্টে যে কোন ব্রাঞ্চের
সকল স্টাফদের রেজিষ্ট্রেশন করা যাবে।
একজন স্টাফ তার অধীনের সকল গ্রাহক বা কাষ্টমারদের সকল ধরণের
লেনদেন সম্পন্ন করতে পারবেন ও যাচাই করতে পারবেন। একজন স্টাফ তার অধীনের সকল
গ্রাহক বা কাষ্টমারদের রেজিস্ট্রেশন সম্পন্ন, একাউন্ট খোলা ও একাউন্ট বন্ধ
করতে পারবেন। এছাড়া তিনি কাষ্টমারদের সকল তথ্য সংযোজন, এডিট ও ডিলিট করতে পারবেন।
একজন স্টাফ যে কোন তারিখ বা তারিখের রেঞ্জ অনুযায়ী যে কোন
গ্রাহকের স্টেটমেন্ট দেখতে পারবেন।
একজন স্টাফ যে কোন সময় তার সকল গ্রাহকের তালিকা, ঋণগ্রহিতার
তালিকা, বিনিয়োগকারীর তালিকা ও দৈনিক লেনদেন দেখতে পারবেন।
এডমিন যে কোন স্টাফকে যুক্ত করতে, এডিট করতে ও বাদ দিতে
পারবেন।
এডমিন নোটিস প্যানেল থেকে যে কোন নতুন নোটিস পাবলিশ করতে
পারবেন।
এডমিন কমিটি প্যানেল থেকে যে কোন সময় কমিটি সংশোধন করতে পারবেন।
এডমিন যে কোন সময় সকল ব্রাঞ্চের সকল স্টাফের তালিকা, গ্রাহকের
তালিকা, ঋণগ্রহিতার তালিকা, বিনিয়োগকারীর তালিকা ও দৈনিক লেনদেন (সকল জমা,
খরচ, কিস্তি আদায়) দেখতে পারবেন।
এডমিন, স্টাফ ও গ্রাহক তাদের স্ব স্ব পাসওয়ার্ড পরিবর্তন
করতে পারবেন।
নিরাপত্তাজনিত কারণে এডমিন ও স্টাফদের লগইন পেজটি গোপন রাখা
হয়েছে।
অত্যধিক নিরাপত্তার জন্য সকল পাসওয়ার্ড encrypted hashes
ব্যবহার করে সংরক্ষিত আছে যাতে কোন হ্যাকার সেটা ব্যবহার করে লেনদেন না করতে
পারে।